লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি- খেলাফত মজলিস

Date: 2026-01-05
news-banner

অনলাইন ডেক্স:

আসন্ন নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং সমঝোতার পথেই তারা এগোতে চান। ভিন্ন কোনো পরিকল্পনা নয়, আন্দোলনের মধ্য দিয়েই যে ঐক্য তৈরি হয়েছে, তার ভিত্তিতেই শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। প্রতিটি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করা একটি সময়সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া। তবে এ ক্ষেত্রে তারা অনেকটাই অগ্রগতি অর্জন করেছেন। তিনি জানান, সব দল যেন ন্যায্যতার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে-সে বিষয়টি গুরুত্ব দিয়েই আসনভিত্তিক সমঝোতা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এটি কোনো রাজনৈতিক জোট নয়, বরং নির্বাচনী আসন সমঝোতার উদ্যোগ।

রোববার (৪ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকায় আয়োজিত একটি মাহফিলে অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

মামুনুল হক আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় দেশপ্রেমিক ও ইসলামপন্থি দলগুলোকে একত্রিত করে ‘ওয়ান বক্স পলিসি’র আওতায় নির্বাচনে যাওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নির্বাচন নিয়ে আশঙ্কার কথাও তুলে ধরেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, সবাই একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছে। সরকার বারবার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস দিলেও এখনো পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, মহানগর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ফাতীহ মুহাম্মদ সোলাইমানসহ খেলাফত মজলিসের বিভিন্ন  পর্যায়ের নেতা কর্মীরা।

 

তথ্য- বিডিপ্রতিদিন/ এম ডিউক

Leave Your Comments