লক্ষ্মীপরে স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই

Date: 2026-01-04
news-banner

অনলাইন ডেক্স:

জেলা লক্ষ্মীপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারে অবস্থিত ওয়েলকাম জুয়েলার্সের মালিক। তিনি জানান, ব্যবসায়িক কাজে প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করে ২১ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন। পরে অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ ও চেক নিয়ে হাজির হাটের উদ্দেশ্যে রওনা দেন।

পথে একটি সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীবেশে এক নারী ও এক পুরুষে উঠেন। পিয়রাপুর এলাকায় পৌঁছালে তারা তার মুখ বেঁধে সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তবে দুর্বৃত্তরা তার কাছে থাকা ২১ লাখ টাকার চেক নেয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সূত্র-বিডি-প্রতিদিন/এম ডিউক

Leave Your Comments