বিডিফেস ডেক্স:
সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার
পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর)
সারাদেশে সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি জাতীয়তাবাদ দল (বিএনপি) ৭দিনের শোক ঘোষনা করেছে।
মঙ্গলবার
(৩০ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেল মৃত্যুর খবরটি নিশ্চিত
করে।
সকাল সোয়া ৯টায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংবাদটা
নিয়ে সবার সামনে দাঁড়াতে হবে ভাবিনি। আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলছি আজ ভোর ৬ টায়, জাতির
অভিভাবক, গণতন্ত্রের অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন।
খালেদা
জিয়ার মৃত্যুর সময় শয্যাপাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারেক
রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান , প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান
কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী,
বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।
বেগম
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে অসুস্থ্য
ছিলেন।
তথ্য-
বিডি-প্রতিদিন/ডিউক