মানুষ কামড়ানো ঘোড়াটি মারা গেছে

Date: 2025-09-08
news-banner

অনলাইন ডেক্স: 

জেলা ফরিদপুরের বোয়ালমারীতে মানুষ কামড়ানো ঘোড়াটি জলাতঙ্ক রোগে মারা গেছে। ঘোড়ার মালিকের খোঁজ না পাওয়ায় ঘোড়াটি মাটিচাপা দিয়েছে স্থানীয়রা। সোমবার ( সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গত সেপ্টেম্বর পাগলা ঘোড়াটির কামড়ে গণমাধ্যমকর্মীসহ -১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসহ অনেকেই টিকা নিয়েছেন।

স্থানীয়রা জানায়, গত শনি রবিবার সকালে জেলার বোয়ালমারী পৌরসদরের কলেজ রোড, আধারকোঠা চৌরাস্তা এলাকায় যাকে দেখছিল, তাকেই কামড়াছিল মালিকহারা ঘোড়াটি। এছাড়া ঘোড়ার লাথিতে আঘাত প্রাপ্ত হয়েছেন অনেকে। এতে উপজেলাবাসী বেশ আতঙ্কিত হয়ে পড়ে।

ঘোড়ার আঘাতে আহতরা স্থানীয় সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা মধ্যে- গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ, আতাউর রহমান (৫৫), মো. আবু বক্কর সিদ্দিক, (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)।এদিকে, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ঘোড়ায় কামড়ানো ব্যক্তিদের জলাতঙ্ক টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ও অনেকেই টিকা নিয়েছেন।

বোয়ালমারী সদরের চৌরাস্তা এলাকার ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, রবিবার সকালে দোকান খোলার সময় আমাকে ঘোড়াটি তেড়ে কামড় দিতে আসে। দোকান থেকে লাঠি নিয়ে ধাওয়া দিলে দূরে চলে যায়। আজ শুনেছি ঘোড়াটি মারা গেছে।

 

 


Leave Your Comments