অনলাইন ডেক্স:
রাশিয়ার তেল ট্যাঙ্কার জব্দের জেরে যুক্তরাষ্ট্রকে কড়া
জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সংসদ সদস্য আলেক্সি জুরাভলেভ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের
এই পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসনের শামিল এবং এর জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো
উচিত। তিনি যুক্তরাষ্টের নাকের উপর ঘুষি মারারও কথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জুরাভলেভ
বলেন, সশস্ত্র মার্কিন নৌবহরের মাধ্যমে একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করা হয়েছে, যা
কার্যত রাশিয়ার ভূখণ্ডে হামলার সমান। তার ভাষায়, “এটি সরাসরি দস্যুপনা। আমাদের সামরিক
মতবাদ অনুযায়ী, এ ধরনের পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতিও রয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনার সময় একটি রুশ সাবমেরিনসহ কয়েকটি যুদ্ধজাহাজ
ওই ট্যাঙ্কারের কাছাকাছি অবস্থান করছিল। প্রয়োজনে টর্পেডো হামলার মাধ্যমে মার্কিন কোস্টগার্ডের
জাহাজ ডুবিয়ে দেওয়া সম্ভব ছিল। তার মতে, যুক্তরাষ্ট্রকে থামানোর একমাত্র উপায় হলো
“নাকে ঘুষি মারা” ধরনের জবাব দেওয়া।
তবে রাশিয়ার এই সংসদ সদস্যের কড়া বক্তব্যের পরও ক্রেমলিনের
পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দুই পরমাণু শক্তিধর
দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ঘটনার প্রভাব ভবিষ্যৎ সম্পর্কের ওপর কীভাবে পড়বে,
সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।
সূত্র: বিডিপ্রতিদিন,দ্য মিরর, এম/ডিউক