মরদেহের পায়ে লেখা চারজনের নাম

Date: 2025-07-23
news-banner

লক্ষঅনলাইন ডেক্স: 

জেলা লক্ষ্মীপুরে গৃহবধূ কুলছুমা আক্তার কল্পনাকে (৩০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে নিহতের বাম পায়ে কলম দিয়ে শ্বশুর, দেবর, ননদসহ চারজনের নাম লেখা পাওয়া যায়। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিহতের ভাই আলমগীর হোসেন জানান। নিহত কল্পনা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমানের স্ত্রী। আলমগীর হোসেন বলেন, আটদিন আগে কল্পনার কন্যা সন্তান হয়। এজন্য মঙ্গলবার (২২ জুলাই) বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যান। এসময় মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী নেন। সেগুলো কম হওয়ায় শ্বশুর-শাশুড়ি কল্পনাকে বিভিন্ন কথা শোনান। এছাড়া সিজার করার টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনাকে কেন্দ্র করেই রাতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর থেকে কল্পনার দেবর রাশেদ পলাতক। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। রোমান ওমান প্রবাসী। তবে নিহতের শ্বশুর খোরশেদ জানান, সিজারের টাকা কম-বেশি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তবে কেউ তাকে মারধর করেনি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, ঘটনার তদন্ত চলছে। শ্বশুরবাড়ির লোকজনও আত্মগোপনে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত স্বাপেক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 


advertisement image

Leave Your Comments