মেহেরপুরে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

Date: 2026-01-08
news-banner

মেহেরপুর সংবাদদাতা:

জেলা মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এম এ এন রওশন আলম-এর নেতৃত্বে উপজেলার যতারপুর গ্রামে  বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

অভিযানটি পরিচালিত হয় যতারপুর গ্রামের মরহুম মাদার আলী বিশ্বাসের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৪২)–এর বসতবাড়িতে। অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মোঃ বিল্লাল হোসেন (৩৫) একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত মালামাল সমূহের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি। জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments