মেসির সুখবর, ইন্টার মিয়ামির জার্সিতে ফিরছেন মাঠে

Date: 2025-08-16
news-banner

অনলাইন ডেক্স :

ভক্তদের জন্য দারুণ খবর দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। আগামীকাল রোববার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ সময় এমএলএস-এর নিয়মিত মৌসুমে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে দেখা যাবে মেসিকে।

  1. ইন্টার মিয়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। গত ২ আগস্ট নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ডান পায়ের পেশিতে হালকা চোট পাওয়ার পর প্রথমার্ধের শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। এরপর থেকে আর মাঠে নামেননি। প্রায় দুই সপ্তাহ পর আবার ফিরছেন মাঠে।

    মিয়ামির হেড কোচ হ্যাভিয়ের মাচেরানো বিষয়টি নিশ্চিত করে বলেন,
    “লিও এখন ভালো আছে। বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করছে। আমরা বিশ্বাস করি, কোনো অস্বাভাবিক কিছু না ঘটলে আগামীকালের ম্যাচে সে খেলবে।”

    এছাড়া ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে কিছু অনুশীলনের সেশন মিস করলেও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকেও দলে রাখার কথা জানিয়েছেন কোচ।

    গ্যালাক্সির বিপক্ষে এমএলএস-এর এই ম্যাচের পর ইন্টার মিয়ামি আগামী ২০ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান জায়ান্ট টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে মাঠে নামবে। 

Leave Your Comments