মিয়ানমারের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

Date: 2026-01-11
news-banner

অনলাইন ডেক্স:

মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ চলাকালে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ভোরের দিকে মিয়ানমারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় সীমান্তের ওপার থেকে আসা একটি গুলি বাংলাদেশ অংশে এসে ওই কিশোরীর শরীরে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোরীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, “মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে আহত হয়ে আরসা গ্রুপের কিছু সদস্য দেশ ছেড়ে পালিয়ে আসছে। এ পরিস্থিতিতে রবিবার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

বিক্ষোভকারীদের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদারসহ রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে আরও বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্র- বিডি প্রতিদিন/ বিডিফেস এম ডিউক

Leave Your Comments