মিরপুরে একই দিন ২বার বাস মাইক্রোবাসে আগুন

Date: 2025-11-12
news-banner

অনলাইন ডেক্স: বুধবার, ১২ নভেম্বর,

ঢাকার মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে “শতাব্দী পরিবহনের” একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর আগে একই দিন সকালে (সকাল ৭টা ২০ মিনিটে) উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এগুলো থেকে বোঝা যাচ্ছে, আজ রাজধানীর দুই এলাকায় (উত্তরা ও মিরপুরে) পরপর দুটি আগুনের ঘটনা ঘটেছে-একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা এখনো স্পষ্ট নয়।

Leave Your Comments