মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী

Date: 2026-01-15
news-banner

অনলাইন ডেক্স:

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন পর এ অঞ্চলে আবারও মার্কিন রণতরীর উপস্থিতি নিশ্চিত হতে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশন জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষিণ চীন সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রার নির্দেশ দিয়েছে।

এর আগে ভেনেজুয়েলাকে কূটনৈতিক ও সামরিক চাপে রাখতে যুক্তরাষ্ট্র তাদের প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করেছিল। এ কারণে মধ্যপ্রাচ্যে কোনও মার্কিন বিমানবাহী রণতরী বা স্ট্রাইক গ্রুপ ছিল না।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানায়, গত বছরের অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানো হয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এর ফলে ইরান সংশ্লিষ্ট সম্ভাব্য সামরিক অভিযানের জন্য সে সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনও বিমানবাহী রণতরী মোতায়েন ছিল না। এমনকি ইউরোপেও বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনও বিমানবাহী রণতরী নেই।

সূত্র: বিডি প্রতিদিন/ নিউজ ন্যাশন, আল-জাজিরা/ এম ডিউক

Leave Your Comments