মধুখালীতে চোরের কামড়ে বাড়ীর মালিক আহত

Date: 2025-12-27
news-banner

ফরিদপুর সংবাদদাতা:

জেলা ফরিদপুরের মধুখালীতে চুরি করতে ঘরে ঢুকলে বাড়ীর মালিক টের পেয়ে চোর ধরে ফেলেন। চোর পালিয়ে যাওয়ার চেষ্টায় বাড়ীর মালিকের শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে বাড়ির মালিককে আহত করেন। এ ঘটনায়  অভিযুক্ত চোর ও বাড়ির মালিককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নওপাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান গভীর রাতে কুদ্দুস শেখের বাড়ীতে চোর প্রবেশ করে। ঘরের মালিক রবিন শেখ (২৭) চোরের উপস্থিতি টের পেয়ে চোরকে ঘরের ভিতরে ঝাপটে ধরেন। চোর পালাবার চেষ্টায় রবিন শেখের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করেন। তার চিৎকারে রবিন শেখের বাবাসহ অন্যরা এগিয়ে এসে চোরকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা চোরকে গণপিটুনী দেন। চুরির অভিযোগে আটককৃত সোহেল মল্লিক (৪১) মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার প্রাভাটুরা গ্রামের ইউনুস মল্লিকের ছেলে। বর্তমানে বাড়ীর মালিক রবিন শেখ  ও চোর সোহেল মল্লিক মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  মোঃ মামুন হাসান বলেন, স্থানীয়রা বাড়ির মালিক রবিন শেখ ও অভিযুক্ত সোহেল মল্লিককে  ভর্তি করা হয়েছে।

Leave Your Comments