মঙ্গলে পানিনির্ভর গুহার সন্ধান, জীবনের ইঙ্গিত

Date: 2026-01-03
news-banner

অনলাইন ডেক্স:

মঙ্গলে পানির মাধ্যমে তৈরি আটটি গুহার অস্তিত্ব শনাক্ত করেছেন চীনের বিজ্ঞানীরা। চীনা গবেষকদের মতে, আগ্নেয়গিরির কারণে নয়, বরং দীর্ঘ সময় ধরে ভূগর্ভস্থ পানির প্রবাহে শিলা ক্ষয়ের ফলে এসব গুহা তৈরি হয়েছে। পৃথিবীর বাইরে কোনো গ্রহে এ ধরনের পানিনির্ভর গুহা এই প্রথম শনাক্ত হলো বলেও জানান চীনা বিজ্ঞানীরা।

২০২৫ সালের ৩০ অক্টোবর দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সারে প্রতিবেদনে প্রকাশিত নাসার একাধিক উপগ্রহের তথ্য ব্যবহার করা হয়েছে। গুহাগুলোর মুখ গোলাকার ও গভীর হলেও উল্কাপাতের গর্তের মতো ধ্বংসাবশেষ নেই, যা এগুলোকে স্কাইলাইট হিসেবে চিহ্নিত করতে সহায়তা করেছে।

নাসার পাওয়া তথ্য বিশ্লেষণে সেখানে কার্বোনেট ও সালফেট খনিজের উপস্থিতি পাওয়া গেছে। এতে ধারণা জোরালো হয়েছে যে একসময় মঙ্গলের ভূগর্ভে পানি প্রবাহিত হতো।

চীনা বিজ্ঞানীদের মতে, অতীতে মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকলে এসব গুহা হতে পারত নিরাপদ আশ্রয়। এই আবিষ্কার মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস ও ভিনগ্রহে প্রাণ অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি করেছে বিজ্ঞানীদের।

 

তথ্য-বিডিপ্রতিদিন/এম ডিউক

Leave Your Comments