মনপুরায় বালুর নিচ থেকে মরদেহ উদ্ধার

Date: 2025-07-31
news-banner
  1. অনলাইন ডেক্স: দ্বীপ জেলা ভোলার মনপুরায় নির্মাণাধীন বেড়িবাঁধের নিচে চাপা পড়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভারি বৃষ্টির কারণে বেড়িবাঁধের নিচের বালি সরে গিয়ে সৃষ্টি হওয়া খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের মৎস্য ঘাট এলাকায় ওমর নামের ৮ বছরের ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের মাছঘাট এলাকায় বিকালে নির্মাণাধীন বেড়িবাঁধের ওপর দর্শনার্থীরা ঘুরতে গেলে বালির নিচে চাপাপড়া অবস্থায় শিশুটির পা দেখতে পান। পরে স্থানীয়রা এসে বালি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। শিশুটি স্থানীয় কুলাগাজীর তালুক গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে বলে জানা যায়। সে কুলাগাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।স্থানীয় প্রতিবেশীরা জানান, ওমরের মা-বাবা কয়েকদিন আগে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃদ্ধ দাদার সাহায্যার্থে ওমরকে তারা দাদাবাড়িতে রেখে যান। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় শক্তির কারণে নৌ যোগাযোগ বন্ধ থাকায় তার মা-বাবার তজুমদ্দিন থেকে আসতে বিলম্ব হয়। ভোলার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান কবির জানান, স্কুলছাত্রের মৃত্যুর রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave Your Comments