অনলাইন
ডেক্স :
কুষ্টিয়া-৩
(সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন,
১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে “মিথ্যা রচনা” করা হয়েছে।
তাঁর দাবি, মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত অনেক বর্ণনার বড় একটি অংশ সঠিক নয়।
মঙ্গলবার
(১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালি শেষে
তিনি এসব কথা বলেন।
আমির
হামজা বলেন, বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে দেখা যায়, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনি
লেখা হয়েছে, তার ১০০ ভাগের ৯০ ভাগই মিথ্যা। জামায়াতে ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে
ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এত দিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।
তিনি
আরও বলেন, “আজকের বিজয় র্যালির উদ্দেশ্য হলো আমরা দেশের স্বাধীনতার পক্ষে-এটা স্পষ্ট
করা। ভারতের আগ্রাসনের বিরোধিতা করার কারণেই আমাদের বিরোধী বানিয়ে রাখা হয়েছিল। আগামীর
বাংলাদেশকে আমরা ভারতের তাবেদারমুক্ত করে একটি স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে
চাই।
আগামী
দিনের রাজনীতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, “এই দেশে যারা জন্ম নেবে, তারাই সম্মানিত
নাগরিক। সবাইকে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। পেছনের ইতিহাস টেনে আনা ঠিক নয়। অতীত
ভুলে আমরা নতুন ইতিহাস গড়তে চাই-যেখানে দল-মতের বিভেদ থাকবে না, সবাই এক থাকবে।
বিজয়
র্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি
মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।
তথ্য-কালেরকন্ঠ