নবাবগঞ্জে মসজিদের মুয়াজ্জিনকে হত্যার অভিযোগ

Date: 2025-11-09
news-banner

নবাবগঞ্জ সংবাদদাতা:

ঢাকার নবাবগঞ্জে সংকরখালী মসজিদের মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম কবিরাজকে (৫৭) গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সংকরখালী ব্রিজের কার্নিস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজে আযান দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন রফিকুল ইসলাম। স্থানীয়রা ফজরের নামাজের জন্য বের হয়ে মসজিদের দিকে গেলে ব্রিজে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী লুবনা বেগম (৪৯) জানান, কয়েকদিন ধরেই তার স্বামী ও ছেলেকে দুর্বৃত্তরা হত্যার হুমকি দিয়েছিলো । ফজরের আযান দিতে গেলে ওঁৎ পেতে থাকা দুরবৃত্তরা। তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে।

স্থানীয়দের দাবি করেন, রফিক কবিরাজ ভাল মানুষ ছিলেন, তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যাই করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ততন্দ স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments