শেরপুর সংবাদদাতা:
সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় নিজ দপ্তরে শেরপুর
নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী এর উপর ছাত্রদল নেতার হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে কৃষিবিদ ইনস্টটিউশন বাংলাদেশ ময়মনসিংহ
শাখা।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার সময় কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর খামারবাড়ি কার্যালয়ে সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, উপ পরিচালক
সালমা আক্তার, এনামুল হক। মানববন্ধনে
বক্তারা বলেন, অপরাধী ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তারজন্য দোষীদের দৃষ্টান্তমুলক
শাস্তি দিতে হবে। আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ময়মনসিংহের বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা,
উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।