বিনোদন ডেস্ক:
বরাবরই খবরের শিরোনামে থাকেন বলিউড
অভিনেত্রী মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যজীবনের ইতি, বয়সে ছোট
অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক কিংবা তরুণ এক ব্যবসায়ীর সঙ্গে নতুন রোম্যান্সের
গুঞ্জন-সব মিলিয়ে নানাভাবে আলোচনায় থাকেন তিনি। তবে আলোচনার সঙ্গে সমালোচনাও কম শুনতে
হয় না তাকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যক্তিজীবনকে
ঘিরে চলা সমালোচনার অভিজ্ঞতা তুলে ধরেন মালাইকা। জানান, সমাজে নারীকে নিয়ে যে দ্বিচারিতা
বিরাজমান, তা তাকে হতবাক ও ব্যথিত করে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যদি
দৃঢ় চরিত্রের নারী হন, তাহলে নিয়মিত প্রশ্নের মুখোমুখি হতেই হবে-এটা এড়িয়ে যাওয়ার উপায়
নেই। জীবনের কয়েকজন পুরুষ তাকে শক্তভাবে সমর্থন করেছেন বলেও জানান তিনি। তাদের প্রতি
তার গভীর শ্রদ্ধা রয়েছে।
তবে একই ঘটনায় পুরুষ ও নারীর প্রতি
সমাজের দৃষ্টিভঙ্গি এক নয়-এ অভিযোগও করেন এই অভিনেত্রী। তার ভাষায়, একজন পুরুষ নতুন
সম্পর্কে যায়, ডিভোর্স দেয় বা নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করলে সবাই বলে ‘ওয়াও, কী
দারুণ! কিন্তু একজন নারী একই সিদ্ধান্ত নিলে প্রশ্নের তির কেবল তার দিকেই যায়-এটা কেন
করলে? তার কি বুদ্ধি নেই? এসব ধাঁচ এখনো আমাদের সমাজে আছে।
সবশেষ থাম্মা ছবির আইটেম গান পয়জন বেবি-তে
দেখা গিয়েছিল মালাইকা অরোরাকে। এ ছাড়া রিয়েলিটি শো- ইন্ডিয়াস গট ট্যালেন্ট -এ বিচারক
হিসেবে তাকে নিয়মিত দেখা যায়।
তথ্য: বিডি প্রতিদিন