নাটোর সংবাদদাতা:
নাটোর সদর উপজেলার আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোঃ
জুয়েল (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ডিসেম্বর) সকাল ১০টায় পন্ডিতগ্রাম এলাকার
আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জুয়েল নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মোঃ
সোনা মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি বিকেল আনুমান ৪টার পর
জুয়েল নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১০টা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী
মোসা. কলি খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রতিবেশী
মাহাবুব হোসেন ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে নিহতের স্ত্রীকে খবর দেন।
জুয়েলের
মরদেহটি স্থানীয় আমিনের আম বাগানের একটি আম গাছের ডালের সঙ্গে মাফলার ও রশি দিয়ে ঝুলন্ত
অবস্থায় পাওয়া যায় । পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক অভাব-অনটন,
আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন জুয়েল। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন
বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল
ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর
আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন
রয়েছে বলে জানিয়েছে পুলিশ।