নতুন ওষুধ উদ্ভাবনের সম্ভাবনা লিভার চিকিৎস্যায়

Date: 2026-01-04
news-banner

অনলাইন ডেক্স:

প্রাইমারি স্ক্লেরোসিং কোলেন্জাইটিস (পিএসসি) নামে প্রাণঘাতী বিরল লিভার রোগের চিকিৎসায় বড় অগ্রগতি এসেছে। এতদিন লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কার্যকর চিকিৎসা না থাকলেও গবেষকরা এবার রোগটির বিস্তার ঠেকাতে সক্ষম একটি ওষুধ উদ্ভাবন করেছেন। নেবোকিটুগ নামের এই মনোক্লোনাল অ্যান্টিবডি লিভারের প্রদাহ ও ফাইব্রোসিসের জন্য দায়ী সিসিএল২৪ প্রোটিনের কার্যক্রম বন্ধ করে কাজ করে। পিএসসি রোগীদের শরীরে এই প্রোটিন অস্বাভাবিক মাত্রায় বেশি পাওয়া যায়। চলতি বছরের শেষ নাগাদ ওষুধটি বাজারে আসতে পারে বলে আশা করছেন গবেষকরা।

লিভারের মধ্যে থাকা পিত্তরস বহনকারী নালি বা বাইল ডাক্টের প্রদাহের মাধ্যমে রোগটির বিস্তার শুরু হয়। প্রকোপ বাড়ার সঙ্গে বাইল ডাক্টের মধ্যে জমতে শুরু করে স্কার টিস্যু, পিত্তরস সঞ্চালন ব্যাহত হয়। পিত্তরস জমে লিভারের টিস্যুতে স্থায়ী ক্ষতি হয়, ব্যাহত হয় কার্যক্রম।এ অবস্থাকেই মেডিক্যাল ভাষায় পিএসসি বলা হয় ।

ডিসেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ধাপের মানবদেহে পরীক্ষায় পাঁচ দেশের ৭৬ জন রোগীর ওপর নেবোকিটুগ প্রয়োগ করা হয়। ফলাফলে দেখা গেছে, বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই লিভারের প্রদাহ ও ক্ষতির হার কমেছে এবং জন্ডিসের উপসর্গ হ্রাস পেয়েছে।

তথ্য- বিডি প্রতিদিন/ এম ডিউক

Leave Your Comments