অনলাইন
ডেক্স:
স্বতন্ত্র
প্রার্থী আসনের তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার (৩ডিসেম্বর)
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।
তাসনিম
জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে
জামায়াতে ইসলামী ও এনসিপির নির্বাচনী জোটের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দল থেকে
পদত্যাগ করেন। এর পরে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার
৫০৯ টাকা। তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
তার নামে কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি কোন ধরনের দেনা পাওনার সংশ্লিষ্ট খুঁজে পাওয়া
যায়নি।
তাসনিম
জারা সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়, তার ব্যক্তিগত কোনো বাড়ি, ফ্ল্যাট বা কৃষি ও অকৃষি
জমি নেই। স্বর্নের অলংকার রয়েছে আড়াই দিই লক্ষ পঞ্চাশ হাজার টাকার। একটি ব্যাংকে জমা
আছে ১০ দশ হাজার ঊনিশ টাকা এবং হাতে নগদ রয়েছে
ষোল লাখ টাকা ও দুই হাজার দুইশত সত্তর ব্রিটিশ পাউন্ড। স্বামী খালেদা সাইফুল্লাহর হাতে
নগদ রয়েছে পনের লাখ টাকা ও ছয় হাজার ব্রিটিশ পাউন্ড।
তাসনিম
জারার চাকরি থেকে বার্ষিক আয় সাত লাখ তের হাজার তিনশত তেত্রিশ টাকা। ব্যাংকে আমানত
রয়েছে দুিইশত চৌষট্টি টাকা। বিদেশে তার আয় তিন হাজার দুইশত পাউন্ড এবং স্বামীর বিদেশি
আয় ঊনচল্লিশ হাজার আটশত পাউন্ড।
তাসনিম
জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। বাবার নাম
ফখরুল হাসান এবং মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান। তাসনিম জারা রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার
বাসিন্দা। তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক এবং তার স্বামী খালেদা সাইফুল্লাহ একজন উদ্যোক্তা
ও গবেষক।
তথ্য-বিডিপ্রতিদিন/এম
ডিউক