নির্বাচনের দিনই গণভোট হবে- প্রধান উপদেষ্টা

Date: 2025-11-13
news-banner

অনলাইন ডেক্স: 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। 

প্রধান উপদেষ্টা তার ভাষনে বলেন, ‘আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনেই অনুষ্ঠিত হবে।

এতে করে আমাদের যে লক্ষ্য, সংস্কার কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ উপদেষ্টা পরিষদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন হয়েছে।

নির্বাচন নিয়ে উপদেষ্টা বলে, আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে নির্বাচন সুষ্ঠু করা । আমি ঘোষণা করেছি যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি।


তথ্য সূত্র: কালেরকন্ঠ

Leave Your Comments