নির্বাচনের পর যে তিন কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

Date: 2026-01-12
news-banner

অনলাইন ডেক্স:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। নির্বাচনে যে রাজনৈতিক দল বিজয়ী হবে, তাদের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি কী করবেন-দেশে থাকবেন নাকি বিদেশে যাবেন-এ নিয়ে জনমনে নানা কৌতূহল তৈরি হয়েছে।

তবে এসব প্রশ্নের অবসান ঘটিয়ে ড. মুহাম্মদ ইউনূস নিজেই জানিয়েছেন, নির্বাচন শেষে তিনি তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ চালিয়ে যাবেন। এগুলো হলো-ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং ‘থ্রি জিরো’ উদ্যোগ অব্যাহত রাখা।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের নির্বাচন-পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি নিজের পরিকল্পনা তুলে ধরেন।

বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্বে আকিয়ে আবে এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রয়াত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও আলোচনায় উঠে আসে এবং প্রধান উপদেষ্টা সেই সম্পর্কের স্মৃতিচারণ করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ড. ইউনূসের প্রথম অগ্রাধিকার থাকবে ডিজিটাল হেলথকেয়ার উন্নয়ন। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিবারের সদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত খোঁজখবর রাখতে পারেন-সে ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন, তা আরও বিস্তৃত করা হবে। তৃতীয়ত, দারিদ্র‍্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত ‘থ্রি জিরো’ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ছাড়া বৈঠকে ড. ইউনূস জানান, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। সেখানে ওশিয়ান রিসার্চ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

 

তথ্য-জাগোনিউজ/এম ডিউক

Leave Your Comments