নোয়াখালী
সংবাদদাতা:
মহান
আল্লাহর শুকরিয়া যে অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এই বিশাল কোরাল মাছ পেয়েছি।
এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এসেছে।
কথাটি বার বার বলছিলেন জেলর আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা
জানান, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদী থেকে জাল ছাড়াই বিশাল একটি কোরাল
মাছ তুলে আনে এক জেলে। ২৩ কেজি ওজনের মাছটি স্থানীয় বাজারে নিলামে ১৭ হাজার ২৫০ টাকায়
বিক্রি হয়েছে।
শুক্রবার
(২৬ ডিসেম্বর) বিকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদী পাড়ের
ঘটনা।
বিকালে
মেঘনা নদীর হরিক্ষিত এলাকায় জাল ফেলেন আনোয়ার হোসেন। এরপর তিনি নদী থেকে উপরে উঠে
আসার সময় নদীর কূলে সাদা কিছু ভাসতে দেখেন। পরে কাছে যেতেই বিশাল আকৃতির একটি কোরাল
মাছ দেখতে পান তিনি। সাথে সাথে মাছটি তুলে নেন তিনি। আনন্দে আত্মহারা হয়ে সাথে থাকা
মুঠোফোনে ভিডিও ও ছবি ধারণ করেন। পরে কোরাল মাছটি বড় ভাই সিরাজের সহযোগিতায় স্থানীয়
বাজারে নিলে এক মাছ ব্যবসায়ী প্রতি কেজি ৭৫০ টাকা দরে কিনে নেন। জেলে আনোয়ার (২৮)বলেন,
মাছটি সম্ভাবত ডিম পাড়ার জন্য তীরে ছুটে এসেছিলো। আমি মাছটি ভাসতে দেখেই নদীতে লাফিয়ে
পড়ে দুইহাতে তুলে ফেলি।
জেলের
সহধর বড় সিরাজ বলেন, এতো বড় মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত। দুইভাই মিলে কোরাল মাছটি
কাঁধে বহন করে বাজারে নিয়ে আসলে স্থানীয় মানুষ দেখে ভীড় করে।
জেলে
মোঃ আনোয়ার ও সিরাজ হোসেন বুড়িরচর ইউনিয়নের
বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল গনির ছোট সন্তান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মেঘনা নদীতে প্রায়ই বড় আকৃতির মাছ পাওয়া যায়। পূর্বের তুলনায় এখনকার সময় কোরাল
মাছের দামও অনেক বেশি। তবে আনোয়ার হোসেনের পাওয়া কোরাল মাছটি অপেক্ষাকৃত কম দামে ক্রয়
করে নিয়েছেন এক মাছ ব্যবসায়ী।