অমুসলিমকে রক্ত দেওয়া যাবে কি ?

Date: 2025-09-10
news-banner

অনলাইন ডেক্স:

অমুসলিমের রক্ত কোনো মুসলমানের দেহে প্রবেশ করানোতে ইসলামে বাধা নেই। একইভাবে কোনো অমুসলিমকে রক্ত দেওয়াতেও নিষেধ নেই। অমুসলিম ব্যক্তিরা বিশ্বাসগত অপবিত্র হলেও শারীরিক দিক থেকে অপবিত্র নয়।

আর অমুসলিমদের রক্ত দান করতে কোনো বাধা নেই; বরং মানুষ হিসেবে মুসলিম-অমুসলিম তথা সব মানুষের প্রতি উদার মনোভাব ইসলামের শিক্ষা।

তবে জরুরী প্রয়োজন ছাড়া দেওয়া নেওয়া থেকে বিরত থাকা উত্তম।  তবে মূল কথা, মুসলিম আর অমুসলিমের রক্তে কোনো প্রভেদ নেই। তবে রক্ত গ্রহণের ক্ষেত্রে মুসলিম কাউকে পাওয়া গেলে তার রক্ত নেওয়াই উত্তম। (ফিকহুল বুয়ু : /৩০৮; জাওয়াহিরুল ফিকহ, খণ্ড-, পৃষ্ঠা-৪০) 

সমাধান ও উত্তর দিয়েছেন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ।

 


advertisement image

Leave Your Comments