অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর, সিরিজ স্থগিত

Date: 2026-01-03
news-banner

অনলাইন ডেক্স:

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে নির্ধারিত ভারতের বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বোর্ড সূত্র জানায়, চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করা হবে এবং সরকারের নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানানো হবে সিদ্ধান্ত চূড়ান্ত হলে।

এর আগে বিসিবি ঘোষণা দিয়েছিল, ভারত সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে সেই ঘোষণার পর পরই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

২০২৫ সালে সিরিজ ২০২৬ সালের জন্য পুনর্র্নিধারণ করা হয়েছিল বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে । নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় আবারও সফরটি স্থগিত হলো নতুন করে।

সূত্র-বিডিপ্রতিদিন

Leave Your Comments