অপারেশন থিয়েটারে রান্না- দুই নার্স বরখাস্ত

Date: 2026-01-12
news-banner

অনলাইন ডেক্স:

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নাবান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।

রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। তবে সরকারি বিধি অনুযায়ী বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুই নার্সের সাময়িক বরখাস্তের আদেশের কপি হাসপাতাল কর্তৃপক্ষ পেয়েছে। ইতোমধ্যে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তথ্য-জাগোনিউজ/এম ডিউক

Leave Your Comments