ওসমান হাদির হত্যাকারীদের ছবিসহ ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন

Date: 2025-12-22
news-banner

অনলাইন ডেস্ক:

শরিফ ওসমান হাদির হত্যার পেছনে জড়িতদের ছবিসহ ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে-যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল-ঘৃণাস্তম্ভটি উদ্বোধন করা হয়।

এ সময় রাশেদ প্রধান বলেন, ওসমান হাদিকে গুলি করে হত্যার ১০ দিন পার হলেও এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্র্বতী সরকার। হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি ও আশ্রয়দাতারা সবাই নিশ্চিন্তে রয়েছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি অন্তরের অন্তস্তল থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতি ঘৃণা জানাই।

তিনি আরও বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িত সকলের বিচার দুনিয়াতে এবং আখিরাতে করেন।

এ সময় রাশেদ প্রধান বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি রোড’ নামকরণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ঘৃণাস্তম্ভ নির্মাণের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অনুমতি দিলে জনগণের অর্থায়নেই ঘৃণাস্তম্ভ নির্মাণ করা হবে, সরকারের কোনো অর্থ ব্যয় করতে হবে না। 


তথ্য- বিডি প্রতিদিন

Leave Your Comments