অসত্য সংবাদ ভাইরাসের মতো ছড়ায়-বাউফলের এমপি প্রার্থী

Date: 2026-01-02
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

অসত্য মিথ্যা বানোয়াট ভিত্তিহিন সংবাদ ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। আর এ কারনে সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের মানহানি হয়। সামাজিক ভাবে নিঘৃত হয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান। আমি এই অসত্য ভিত্তিহীন সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ জানাই।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় বাউফল উপজেলা খেলাফত মজলিস আয়োজিত সংবাদ সম্মলেনে এ কথা বলেন- পটুয়াখালী-২ বাউফল আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আইউব বিন মুসা।

তিনি অভিযোগ করেন, মাছরাঙ্গা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন  ও বাউফলের একটি সামাজিক মাধ্যমে মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে এমন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। এসব সংবাদ মুহূর্তের মধ্যেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ভাইরাল হয়। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করতে থাকেন, যার ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হন এবং সারারাত ঘুমাতে পারেননি।

প্রার্থী মাওলানা আউইব বিন মুছা আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী মনোনয়ন গ্রহণ বা বাতিলের ক্ষমতা একমাত্র রিটার্নিং অফিসারের। সেখানে কোনো গণমাধ্যম বা ব্যক্তি নিজ উদ্যোগে এমন সিদ্ধান্তের তথ্য প্রচার করতে পারে না। তিনি অভিযোগ করেন, ভ্রান্ত তথ্য প্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে, যা নির্বাচনী অপরাধ ও মানহানির শামিল। দণ্ডবিধির মানহানি সংক্রান্ত ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইন (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) এবং জাতীয় সম্প্রচার নীতিমালায় মিথ্যা সংবাদ প্রচার ও কোনো পক্ষের বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ স্পষ্টভাবে নিষিদ্ধ। অথচ সংশ্লিষ্ট গণমাধ্যম আমার বক্তব্য গ্রহণ না করেই সংবাদ প্রচার করেছে, যা সাংবাদিকতার নীতিমালার সুস্পষ্ট লঙ্গন। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং বাউফল আসনের নির্বাচনী পরিবেশকে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।

আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আ: জলিল, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন সিকদার, ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইন ও সদস্য জনাব মো. কালিমুল্লা।

Leave Your Comments