অনলাইন
ডেক্স:
সময়ের
পরিবর্তনে একান্নবর্তী বা যৌথ পরিবার ব্যবস্থা অনেকটাই হারিয়ে গেলেও পঞ্চগড়ের বিভিন্ন
এলাকায় এখনো টিকে আছে কিছু যৌথ পরিবার। এমন পরিবারগুলোকে উৎসাহিত করতে এবং সংসারে শান্তি
ও শৃঙ্খলা বজায় রাখায় ভূমিকা রাখা শাশুড়ি-পুত্রবধূকে সম্মাননা দিয়েছে একটি স্বেচ্ছাসেবী
সংগঠন।
গত
শনিবার (১১ জানুয়ারি) রাতে তেঁতুলিয়া বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ সম্মাননা স্মারক তুলে দেন।
সেরা
যৌথ পরিবার হিসেবে এবার সম্মাননা পেয়েছে পঞ্চগড় জেলা শহরের পশ্চিম জালাসী এলাকার ফিরোজা
বেগমের পরিবার। এই পরিবারের ১৯ জন সদস্য একই রান্নাঘর ও একই হাঁড়িতে খাবার রান্না করে
একসঙ্গে বসবাস করছেন।
এ
ছাড়া সেরা শাশুড়ি-পুত্রবধূ সম্মাননা অর্জন করেছেন পঞ্চগড় সুগারমিল এলাকার আলেয়া খাতুন
এবং তাঁর তিন পুত্রবধূ-সাহিদা আক্তার, সাদিয়া হাসমিম ও সাইফুন নাহার। সংসারে সৌহার্দ্য
ও পারস্পরিক শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
সূত্র-
কালেরকন্ঠ/ এম ডিউক