পাঁচ দশক পর বাউফল কলেজ প্রতিষ্ঠাতার স্মরণ সভা

Date: 2025-11-19
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

দীর্ঘ পাঁচ দশক পরে পটুয়াখালী বাউফল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও বরেণ্য রাজনীতিককে দীর্ঘ পাঁচ দশক পর গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলো কলেজ কর্তৃপক্ষ। সৈয়দ আহমেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম, এনামুল হক সায়েম ও প্রায়ত সৈয়দ আহমেদের কনিষ্ঠ ছেলে বাউফল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক–কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানর বক্তারা বলেন, মরহুম সৈয়দ আহমেদ ছিলেন একজন শিক্ষানুরাগী।  তিনি বাউফলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত বাউফল সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম ভিত্তি। আগামী প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে তাঁর অবদান অনন্য বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, সৈয়দ আহমেদের স্বপ্ন ও আদর্শ বাউফলের মানুষের পথচলায় সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মতো দেশপ্রেমিক, মানবিক ও শিক্ষানুরাগী মানুষের স্মরণই সমাজকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।

আলোচনা শেষে মরহুম সৈয়দ আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Leave Your Comments