পটুয়াখালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Date: 2025-09-13
news-banner
বাউফল সংবাদদাতা :
পটুয়াখালী বাউফল পৌর শহরে মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ বাসুদেব ঘোষ (৫৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার সময় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়।

বাসুদেব বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডের
মৃত যতীন্দ্রনাথ মোহন ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাসুদেবকে আটক করে। সে দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে বাউফল থানায় একাধিক মাদক মামলা চলমান আছে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারী।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “আটক বাসুদেব ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক বিক্রির একাধিক মামলা রয়েছে। সম্প্রতি জেল থেকে বেড় হয়ে পুনরায় মাদক বিক্রি শুরু করেছেন। গাঁজা বিক্রির দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

Leave Your Comments