পটুয়াখালীতে শ্রমিককে কুপিয়ে জখম!

Date: 2025-09-14
news-banner
পটুয়াখালী সংবাদদাতা :
জেলা পটুয়াখালীর বাউফলে পারভেজ হাওলাদার (২৪) নামের এক শ্রমিককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কালিশুরি পোনাহুরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত পারভেজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আহত পারভেজ কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

আহত পারভেজ হাওলাদার জানান, রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি ফেরার পথে কাজী বাড়ির উত্তর পাশে পৌঁছলে কোনো কারণ ছাড়াই স্থানীয় রাশেদুল কাজী ও রাসেল প্যাদা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পারভেজের বাবা হারুন হাওলাদার বলেন, কোন কারণ ছাড়াই ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি এঘটনায় সুষ্ঠু বিচারের ও দাবি জানান।

অভিযুক্ত রাশেদুল ও রাসেল স্থানীয় খোরশেদ কাজী ও ইদ্রিস প্যাদার ছেলে।

অভিযোগের বিষয়ে রাশেদুল কাজীর ব্যবহৃত মুঠোফোনে (০১৭৪৫১৩০৬৫৫) একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, পারভেজর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Leave Your Comments