ফোন নম্বর ছাড়াই কল-চ্যাট সুবিধা, আসছে ইলন মাস্কের ‘এক্সচ্যাট’

Date: 2025-08-25
news-banner

অনলাইন ডেস্ক: 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে নতুন এক অ্যাপ নিয়ে আসছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। অ্যাপটির নাম ‘এক্সচ্যাট’। 

সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এটি ব্যবহার করতে কোনো ফোন নম্বরের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা শুধু অ্যাপের মাধ্যমেই মেসেজ আদান-প্রদান, ভয়েস ও ভিডিও কল, ছবি ও ফাইল শেয়ার করতে পারবেন। মাস্কের দাবি, এক্সচ্যাট হবে সর্বাধিক নিরাপদ এবং গোপনীয় যোগাযোগের মাধ্যম। অ্যাপটিতে থাকবে ক্ষণস্থায়ী বার্তা (disappearing messages) সুবিধা, যা দেখা শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। 

ব্যবহারকারীরা চাইলে পাঠানো বার্তা উভয় দিক থেকেই ডিলিট করতে পারবেন। অ্যাপটিতে বিটকয়েনের মতো উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া চার-ডিজিট পাসকোডের মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাও থাকবে।

 প্ল্যাটফর্মভিত্তিক সীমাবদ্ধতা ছাড়াই ব্যবহারকারীরা অডিও ও ভিডিও কল করতে পারবেন। বর্তমানে এক্সচ্যাটের বিটা সংস্করণ সীমিত সংখ্যক পেইড সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ইলন মাস্ক একে ‘একেবারে নতুন ধরনের অ্যাপ’ উল্লেখ করে বলেছেন, এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো বিশ্বখ্যাত মেসেজিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে।


Leave Your Comments