পটুয়াখালী থেকে সাইফুল ইসলাম: 
পটুয়াখালী বাউফলে ব্রাক এর আয়োজনে "ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের" সভা অনুষ্ঠিত হয়েছে। 
ব্রাক কর্মসূচির আওতায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায়, ইমার্জেন্সী হেলথ রেসপনডার গ্রুপ গঠন, সদস্যদের করনীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা করা হয়। 
আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবদুর রউফ। 
ব্রাক কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুব্রতম মল্লিক ও আরিফুল ইসলাম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. গোলাম মুস্তাহিদ তাসরিপ, জুনিয়র কলসালটেন্ট ডা: মাসরেদুল ইসলাম ও ডা. শাম্মী আক্তার তরণ। 
 উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী বিভিন্ন ইউনিয়ন থেকে ৯ জন করে ইমার্জেন্সী গ্রুপ সদস্য সভায় অংশগ্রহন করেন।