পটুয়াখালীতে আ.লীগ ও ছাত্রলীগ নেতা আটক

Date: 2025-09-10
news-banner
বাউফল সংবাদদাতা :
পটুয়াখালী বাউফলে ইউনিয়ন আওয়ামী লীগ  নেতা এটিএম আনিসুল ইসলাম খোকন (৫০) ও ছাত্রলীগ নেতা ইউসুফ কবিরাজকে (২৩) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার সময় পুলিশের পৃথক অভিযানে খোকনকে কালিশুরী ইউপির রাজাপুর গ্রামের বাড়ী ও ইউসুফ কবিরাজকে ধুলিয়া ইউনিয়নের লঞ্চঘাট বাজার থেকে আটক করে।
আনিসুল ইসলাম খোকন কালিশুরী ইউনিয়ন পরিষদ সদস্য ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক।
ইউসুফ কবিরাজ সাবেক এমপি আসম ফিরোজের নেতৃত্বাধীন ধুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটির (একাংশ) সহ-সভাপতি।O66F289.jpeg

থানা সূত্রে জানা গেছে, আনিসুল ইসলাম খোকন বাড়ীর সামনের একটি চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা করছিলেন। খবর পেয়ে রাত ১১টার সময় তাকে আটক করে পুলিশ।অপরদিকে ইউসুফকে ধুলিয়া লঞ্চঘাট এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, তাদের দুইজনকে ডেভিল হান্ট অপারেশনে আটক করা হয়েছে। 
advertisement image

Leave Your Comments