পটুয়াখালীতে আওয়ামীলীগ নেতা আটক

Date: 2025-09-14
news-banner
বাউফল সংবাদদাতা :
পটুয়াখালী বাউফল নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মৃধা (৫৫) কে ডেভিল হান্ট অপারেশনে আটক করেছে বাউফল থানা পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সেলিম উপজেলার নাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধানদী গ্রামের মৃত আদম আলী মৃধার ছেলে।

জানা গেছে, আটক সেলিম মৃধা শনিবার রাত ১০টার সময় ধানদী বাজারে নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে প্রচার প্রচারণা চালায়। ওই সময় সে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলেন ও জনগনকে আন্দোলনে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন বলে পুলিশ জানায়। পরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই ইউনিয়নের মৃধা বাড়ী থেকে গভীর রাতে আটক করে।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে ডেভিল হান্টের মামলায় আদালতে পাঠানো হবে

Leave Your Comments