বাউফল সংবাদদাতা:পটুয়াখালী বাউফলে বিদ্যুতায়িত হয়ে হাকিম মৃধা (৩৫) নামের এক কাঠুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর)  দুপুর সোয়া ১টার সময় পৌর শহরের বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাকিম মৃধা মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও তার বাড়ী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গাপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক নিজাম খান জানান, সকাল থেকে তারা চারজন শ্রমিক বাসস্টান্ড সংলগ্ন সাজাহান ভেন্ডারের বাড়ীতে গাছ কাটার কাজ করেন। দুপুর সোয়া ১টার সময় একটি আম গাছের ডাল বিদ্যুতের মিটারের তারের সাথে আটকে যায়। ওই সময় তারটি হাত দিয়ে সরাতে গেলে সে বিদ্যুতায়িত হয়।
গাছের ক্রেতা সুজন পাল বলেন, হাকিম হাত দিয়ে তার সরানোর চেষ্টা করলে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।
নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন, করোনাকালীন সময়ে ঢাকা থেকে তারা বাউফলে আসেন। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা। এছাড়া মোসা. হাবিবা (৭) ও মো. হাবিবুর (৬) নামে দুটি সন্তান আছে।
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাশরাফুল ইসলাম সৈকত বলেন, নিয়ে আসার আগেই সে মারা গেছেন। তার বাম হাতে পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আকতারুজ্জামান সরকার বলন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।