পটুয়াখালীতে গভীররাতে ঘরে ঢুকে হামলা: আহত ৩

Date: 2025-09-10
news-banner
বাউফল সংবাদদাতা: 
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে ঘরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে।  এতে আহত হয়েছে তিনজন। 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  রাত ১১টার দিকে  উপজেলার বড় ডালিমা গ্রামের শীল বাড়ীতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় মিঠুন শীল (১৭) রিতা রানী শীল (৩৫) ও অঞ্জলি রানী (৬০) গুরুতর আহত হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। iANnA9U.jpeg
আহতদের অভিযোগ, তাদেরকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ কবির হাওলাদার, সুজন, আনোয়ারসহ সাত থেকে আটজন লোক। স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মিঠুনকে একই এলাকার কবির হাওলাদারের ছেলে  সুজন খেলার মাঠে নাম ধরে ডাকে। বিষয়টি নিয়ে মিঠুনের বন্ধু শিফাতের সাথে সুজনের কথা-কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে মঙ্গলবার রাত ১১টার সময় শীল বাড়ীর বসত ঘরে প্রবেশ করে হামলা চালায় কবির ও তার ছেলে সুজনসহ সাত থেকে আটজন লোক। ওই সময় মিঠুনকে বাঁচাতে তার মা রিতা রানী ও ঠাকুমা অঞ্জলি রানী এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুত আহত করা হয়।0UMpBNJ.jpeg
আহত অঞ্জলি রানী বলেন, নাজিরপুর ইউনিয়নে একটি মাত্র হিন্দু বাড়ী। বাড়ীতে গভীর রাতে হামলা করে আমাদেরকে পিটিয়েছে বিনা অপরাধে। আমি ন্যায় বিচার দাবী করছি। 
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসরিফ বলেন, আহতদের ভর্তী করা হয়েছে। তবে গভীর কোন ক্ষত নাই।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন,  বিষয়টি জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি। 
advertisement image

Leave Your Comments