পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক

Date: 2025-11-24
news-banner

পটুয়াখালী সংবাদদাতা:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ট্রলিং জালসহ ৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।

সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিক কর্তৃক পটুয়াখালীর কলাপাড়া থানাধীন লালুয়ার চান্দুপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং দুটি ট্রলিং জালসহ ৫ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

তিনি আরও জানান, কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটককৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিংয়ের সকল সরঞ্জামাদি অপসারণ করা হয়।

আটককৃত জেলে, জব্দকৃত বোট এবং জালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

Leave Your Comments