পটুয়াখালীতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

Date: 2025-09-13
news-banner
পটুয়াখালী সংবাদদাতা :
জেলা পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক সড়কস্থ বিএনপি কার্যালয় থেকে দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
qtqyrM5.jpeg
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মো: মাসুদ আলম মৃধা, শ্রমিক দলের সদস্য সচিব মো: ফারুক আলম, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, তাতী দলের আহবায়ক মাসুদ সর্দার, জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক মো: আরিফ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: সুমন শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
WPNYVWq.jpeg
উল্লেখ্য, মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও চারজন নেতার পদত্যাগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রদল চাকলাদার গোলাম সরোয়ারকে বহিষ্কার করে।

Leave Your Comments