পটুয়াখালীতে জেলে ও বেদে সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদান

Date: 2025-10-08
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: 

পটুয়াখালী বাউফলে সরকারি তালিকাভূক্ত ৯শত জেলে ও বেদে সম্প্রদায়কে মানবিক সাহায্য বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ইলিশের প্রজনন মুহুর্তে ইলিশ মাছ আহরণে বিরত থাকায় বেদে সম্প্রদায় ও জেলেদের এই সহায়তা দেওয়া হয়।xE50HuA.jpeg

বুধবার (৮অক্টোবর) দুপুর ১টায় উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদে মিলনায়তনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এই চাল বিতরণ করেন।ylvxPAb.jpeg

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালাইয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিক, প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার, ট্যাগ অফিসার মো. যুবায়ের হোসেন ও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগন।LaxlnQN.jpeg

বিতরণ অনুষ্ঠানে ইউএনও আমিনুল ইসলাম বলেন, “জেলেদের পাশাপাশি প্রায় অর্ধশত বেদে সম্প্রদায়কেও মানবিক বিবেচনা করে সহায়তা দিয়েছি। যদিও তারা আমাদের উপজেলার স্থানীয় বাসিন্দা নন এবং তালিকাভূক্ত জেলেও নয়।” 


advertisement image

Leave Your Comments