প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

Date: 2026-01-11
news-banner

অনলাইন ডেক্স:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও করেছেন পরীক্ষার্থীরা।

রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। আন্দোলনকারীরা পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত, প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষায় আসা প্রশ্নের মিল পাওয়া গেছে। এতে প্রশ্নফাঁসের দাবি আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন ১০ লাখের বেশি পরীক্ষার্থী।

Leave Your Comments