পটুয়াখালী সংবাদদাতা
:
পটুয়াখালীর দুমকি উপজেলার
পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। রবিবার
(১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর
নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় জেলেদের নৌকা ব্যবহার করে তাকে উদ্ধার করা
হয়। পরে তাকে লেবুখালীর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক
জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
পারিবারিক সূত্রে জানা
গেছে, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক সজিব
একই এলাকার বাসিন্দা এবং বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক
নিয়ে মতবিরোধের জেরে অভিমানে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের দাবি।
দুমকি থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, শিক্ষার্থীর পরিবারকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় কোনো
অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।