অনলাইন
ডেক্স:
বই
একটি জ্ঞান, অনুভূতি ও সংস্কৃতির পথিকৃৎ। সঠিক যত্নের অভাবে শখের প্রিয় বইগুলো অল্পদিনেই
নষ্ট হয়ে যায়। সামান্য সচেতনতা থাকলেই বই দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব।
বই
কখনোই স্যাঁতসেঁতে বা আর্দ্র জায়গায় রাখা উচিত নয়। এতে পাতায় ফাঙ্গাস ধরে ও দুর্গন্ধ
সৃষ্টি হয়। তাই বুকশেলফ শুকনো ও বাতাস চলাচল করে-এমন স্থানে রাখতে হবে। জানালার পাশে
বা গরম-ঠান্ডা বাতাসের সরাসরি সংস্পর্শে বই রাখা ক্ষতিকর।
ধুলো
বইয়ের অন্যতম শত্রু। সপ্তাহে অন্তত একবার নরম কাপড় বা ব্রাশ দিয়ে বই ও শেলফ পরিষ্কার
করা উচিত। বই পড়ার আগে হাত পরিষ্কার রাখা এবং পাতায় ভাঁজ না দিয়ে বুকমার্ক ব্যবহার
করাও জরুরি।
বই
খুব গাদাগাদি করে বা অতিরিক্ত ফাঁকা রেখে সাজানো ঠিক নয়। শেলফ মেঝে বা দেয়ালের সঙ্গে
সরাসরি লাগানো না রেখে কিছুটা ফাঁক রাখা ভালো। পোকামাকড় থেকে রক্ষায় কর্পুর, নিমপাতা
বা লবঙ্গ ব্যবহার করা যেতে পারে।
দীর্ঘদিন
অব্যবহৃত বই বছরে একবার হালকা রোদে দিলে আর্দ্রতা দূর হয়। পাশাপাশি বইয়ের বাঁধাই ঢিলা
হলে সময়মতো মেরামত করা প্রয়োজন।
বিশেষজ্ঞদের
মতে, নিয়মিত পরিচর্যা ও সচেতন ব্যবহারে বই প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করা সম্ভব।
বইকে ভালোবাসার পাশাপাশি যত্ন নেওয়াই জ্ঞানের আলো টিকিয়ে রাখার অন্যতম উপায়।
তথ্য-জাগোবিডি/
এম ডিউক