অনলাইন
ডেক্স:
বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
হাজির হলে সকাল ১০টার দিকে আদালত তার জামিন মঞ্জুর করেন।
পুলিশের
কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যায় মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের
পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে
অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানি করার দাবি জানান। তবে রাতে আদালত
বসানো না হওয়ায় রোববার সকালে তাকে আদালতে তোলা হয়।
ঘটনার
সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে। ওই সময় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি
এনামুল হাসানকে আটক করে থানায় নেয় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধ
ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এনামুল
হাসানকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে আন্দোলনকারীদের
একটি অংশ থানার ভেতরে প্রবেশ করে ওসির কক্ষে অবস্থান নেন। এই ঘটনাকেই কেন্দ্র করে পরে
মাহদী হাসানের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
সূত্র:
বিডিপ্রতিদিন/এম ডিউক