রাজধানীর বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরেণ, আহত-১

Date: 2025-11-17
news-banner

অনলাইন ডেক্স:

ঢাকা তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

এর আগে রোববার (১৬  নভেম্বর) রাত ৯টার সময় সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে  দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাত ৯টার পর শ্যামপুর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। ককটেল বিস্ফোরণ ঘটায় রাত ৯টা ৪০ মিনিটের দিকে  বাংলামোটর এলাকায়।  এ ছাড়া রাত ১০ টার দিকে গাবতলী ও মহাখালীর রেল ক্রসিং এলাকায়ও ককটেল বিস্ফোরণ হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জানে আলম।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Leave Your Comments