রাশিয়ান যুবকের মরদেহ উদ্ধার

Date: 2026-01-04
news-banner

অনলাইন ডেক্স:

জেলা পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটির একটি আবাসিক ভবন থেকে রাইবাকভ মাকসিম (৩০) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ডিসেম্বর) সকালে গ্রিন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাকসিম এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ফিরে তার রুমমেট মাকসিমকে মেঝেতে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে  মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানো হবে বলেও জানান অফিসার ইনচার্জ।


সূত্র-বিডিপ্রতিদিনি/ এম ডিউক

Leave Your Comments