অনলাইন ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে আজ সকাল ১০টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন (ইসি) একটি
গুরুত্বপূর্ণ বৈঠক করবে। আগারগাঁও ইসি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি
সচিব উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির সঙ্গে
সাক্ষাৎ ও তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ-
ইসির কর্মকর্তাদের
তথ্য অনুযায়ী,১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি
নেতৃত্বাধীন কমিশন।সাক্ষাৎ শেষে ১১
ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে। ডিসেম্বরের দ্বিতীয়
সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।ফেব্রুয়ারির প্রথমার্ধে
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
আজকের বৈঠকে যে বিষয়গুলো
পর্যালোচনা হবে-
ভোট গ্রহণের সময়
এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব
মনোনয়নপত্র জমা,
বাছাই, প্রত্যাহারের সময়সূচি
নির্বাচনের তারিখ
চূড়ান্তকরণ
পোস্টাল ভোটিংয়ের
ব্যালট পেপার আনা-নেওয়ার সময় নির্ধারণ
সার্বিক প্রস্তুতির
অগ্রগতি পর্যালোচনা
ইসির প্রস্তুতি-
ইতি মধ্যে ইসি মাঠ
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা ও আন্তমন্ত্রণালয় সভা করেছে।
ডিসি, ইউএনও, এসপি, ওসিসহ মাঠপর্যায়ে ব্যাপক প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। তফসিলের
পরও প্রয়োজন হলে রদবদল করা হবে।
নির্বাচন কমিশনার
মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, আজকের বৈঠকে তফসিলের
সময়সূচি নির্ধারণ করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে
সঙ্গে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।
নতুন সংস্কার হওয়া
আইনবিধি কঠোরভাবে মানার বিষয়ে ইসি দৃঢ় অবস্থানে থাকবে।
পটভূমি-
২০২৪ সালের ৭ জানুয়ারি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতী
সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়। নভেম্বরে নতুন ইসি গঠনের পর ত্রয়োদশ নির্বাচন
আয়োজনের প্রস্তুতি শুরু হয়। এবার প্রথমবারের মতো বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য পোস্টাল
ভোটিং চালু করা হয়েছে।
বিটিভি ও বেতারের
প্রস্তুতি
আজকের সভায় তফসিলের
আগে ও পরে করণীয়, গণভোট আয়োজন, মাঠপর্যায়ের যোগাযোগসহ মোট ১০টি বিষয় আলোচনা হবে।
বিটিভি ও বেতারকে
তফসিল ঘোষণার সম্প্রচার, প্রচার ও অন্যান্য কার্যক্রমের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া
হয়েছে। সিইসির জাতির উদ্দেশে ভাষণ সরাসরি বা রেকর্ডেডভাবে সম্প্রচারের জন্য বিটিভি
প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মো. মাহবুবুল আলম।রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের
পরই তফসিল ঘোষণা