অনলাইন
ডেক্স:
বাংলাদেশ
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য, জোন সহকারী ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান
আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যারা জামায়াতে
যোগ দেবেন, তাদের আইনগত ও অন্যান্য দায়-দায়িত্ব দল নেবেন বলেও তিনি জানান।
গত
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের এক
উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। তার বক্তব্যেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বক্তব্যে
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের নিরাপত্তা ও
আইনি বিষয় দেখভাল করা হবে। তিনি দাবি করেন, বর্তমান জামায়াতে ইসলামী আগের মতো দুর্বল
নয়, বরং এখন একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন। যারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিয়েছেন,
তারা নির্বিঘ্নে থাকতে পারবেন এবং তাদের বিরুদ্ধে হয়রানি করা উচিত নয়। এ সময় তিনি আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানান যেন তারা নতুন যোগ দেওয়া সদস্যদের হয়রানি না
করে। নিজের পরিচয় তুলে ধরে লতিফুর রহমান বলেন, তিনি আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং স্বাধীনতা
আন্দোলনের সময় সক্রিয় ছিলেন। পাশাপাশি তিনি জামায়াতের বিরুদ্ধে ‘রগকাটা’ বা ‘রাজাকার’
শব্দ ব্যবহারের সমালোচনা করে বলেন, এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি
দাবি করেন, ইসলাম ও জামায়াতের রাজনীতির কারণে দলটির নেতাকর্মীরা অতীতে নির্যাতনের শিকার
হয়েছেন, গ্রেপ্তার, গুম ও মৃত্যুদন্ড দেওয়া হয়েছে আমাদের ভাইদের।
তথ্যসূত্র-
কালেরকন্ঠ